ঐতিহ্যবাহী মেঘনার তীরে গড়ে উঠা আশুগঞ্জ উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো আশুগঞ্জ ইউনিয়ন ।কাল পরিক্রমায় আজ আশুগঞ্জ ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
ক) নাম – ১নং আশুগঞ্জ ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – ১১.৩৩ (বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা – ৩৪৪০৬ জন (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী),পুরুষের সংখ্যা-১৭৮৫০জন, মহিলার সংখ্যা-১৬৫৫৬জন।
ঘ) গ্রামের সংখ্যা – ০৯ টি।
ঙ) মৌজার সংখ্যা – ৬ টি।
চ) হাট/বাজার সংখ্যা -৪ টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা।
জ) শিক্ষার হার – ৫১.৭%। (২০১১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)|পুরুষ শিক্ষার হার ৫৪.১%, মহিলা শিক্ষার হার ৪৯.৩%।
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৭টি,
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০১টি,
উচ্চ বিদ্যালয়ঃ ৩টি,
মাদ্রাসা- ৫টি।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মোঃ মোবারক হোসেন
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২ টি।
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান –২টি। মুক্তিযোদ্ধের সময় আশুগঞ্জ পিডিবি গেইট/বাদশা বাড়ীর সম্মূখে মিত্র বাহিনী ও পাকিস্তানী বাহিনীর মধ্যে সম্মূখ যোদ্ধের তোরণ । পর্যটন স্থান-আশুগঞ্জ চরসোনারামপুর গ্রামের চর।
ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ২৯শে সেপ্টেম্বর ১৯৯৪ইং।
ড) নব গঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ – ১২/০৯/২০১১ইং
২) প্রথম সভার তারিখ – ১৯/০৯/২০১১ ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ১১/০৯/২০১৬ইং
ঢ) গ্রাম সমূহের নাম –
১/ আশুগঞ্জ,
২/ চরসোনারামপুর,
৩/ সোনারামপুর,
৪/ যাত্রাপুর,
৫/ বড়তল্লা,
৬/ বৈকন্ঠপুর,
৭/ খাড়াসার,
৮/ জগদীশপুর,
৯/ নাওঘাট,
ণ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস